WBPSC Clerkship Main Part II Model Practice Set 1

WBPSC Clerkship   

The accuracy and fairness of exams can be impacted by some candidate’s fear or anxiety around the exam process. Practice sets can reduce anxiety. 

Report, Precis, Translation for PSC Clerkship part II Exam
Model Practice Set 1 for Clerkship Part II Exam

Here we will provide Model Practice Sets of WBPSC Clerkship Main Part II Exam.



WBPSC Clerkship Main Part II : Model Practice Set 1

Clerkship Main Model Practice Set - 1

    Time : 1 Hr 
Total Marks : 100  


                  Group A                

Do not mix answers of Group A and Group B


1. Write a report on the following topic with a suitable title.  
Marks - 20

Antisocial activity in a locality - Place - Incident - Effect - activity of police.

2. Write a precis of the passage with a suitable title.  
Marks - 15

Equality has been proclaimed again and again in history as the necessary foundation of a democratic society. Yet in most cases no one at all supposes that all men are equal. Men differ obviously and profoundly in almost every respect beyond the mere quality of being human beings. They are radically unlike in strength and physical prowess, in mental ability and creative quality, in both capacity and willingness to serve the community, and perhaps, most radically of all, in power of imagination of course, many of the existing inequalities between man are themselves the outcome of inequality in early nurture, in educational and cultural opportunity and in sheer provision for physical needs. Inequality of treatment breads inequality of powers, giving some men the fullest development of their faculties and starving others of the means of making their natural qualities effective. It would, however, be absurd to contend that all inequality among men arises from these causes. Eveń in all men had equal opportunities, and were born of equally equipped parents, inequalities would persist, both because from the moment of birth they would be subject to the influence of differing chances and conditions.' There will certainly never be a society consisting of equals, if this ea society of men and women who are equal in capacity to do and to serve.

3. Translate the following passage into English.
Marks - 15

এক বালক পুকুরে স্থান করিতেছিল । হঠাৎ অধিক জলে পড়িয়া তাহার মরিবার উপক্রম হইল । দৈবযােগে সেই সময়ে সেই স্থান দিয়া এক ব্যক্তি যাইতেছিলেন । বালক তাহাকে দেখিয়া উচ্চকণ্ঠে বলিল , “ আপনি আমাকে দয়া করিয়া জল হইতে তুলুন , নতুবা ডুবিয়া মরি । ” তিনি তাহাকে অসাবধানতার জন্য ভর্ৎসনা করিতে লাগিলেন । তখন বালক বলিল , “ আগে আমায় উঠাইয়া পরে তিরস্কার করিলে ভাল হয় ।


 Group B 

Do not mix answers of Group A and Group B


 1. Translate the following passage into Bengali.
Marks - 15
It was the fashion then in every house to keep caged birds . I hated this and the worst thing of all to the was the call of a koel imprisoned in a cage in some house in the neighbourhood. Bouthakuran had acquired a Chinese shyama. From under its covering of cloth its sweet whis tling rose continuously , a fountain of song . Besides this there were other birds of all kinds and their cages hung in the west verandah .

2. Write a report on the following topic with a suitable title. 
Marks - 20

সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করুন :
ম্যালেরিয়া আক্রান্ত শহর - মশার তান্ডব - আক্রান্তের সংখ্যা - আক্রান্ত বিভিন্ন  স্থান - জীবাণু - গৃহীত পদক্ষেপ  

3. Write a precis of the passage with a suitable title.
Marks - 15

সারসংক্ষেপ করুন  :
বাহ্য জাতির সংঘর্ষে ভারত ক্রমে বিনিদ্র হইতেছে । এই অল্প জাগরুকতার ফলস্বরূপ স্বাধীন চিন্তায় কিঞ্চিৎ উন্মেষ । একদিকে প্রত্যক্ষ শক্তি সংগ্রহরূপ - প্রমাণ - বাহন , শতসুর্য জ্যোতি , আধুনিক পাশ্চাত্ত্য বিজ্ঞানের দৃষ্টি প্রতিঘাতি প্রভা , অপরদিকে স্বদেশী বিদেশী বহুমনীষী - উদ্ঘাটিত , যুগ যুগান্তরের সহানুভূতিযােগে সর্বশরীরে ক্ষিপ্রসঞ্চারী বলদ , আশাপ্রদ , পূর্বপূরুষদিগের অপূর্ব অমানব প্রতিভা ও দেবদুলভ আধ্যাত্মতত্ত্বকাহিনী । একদিকে জড়বিজ্ঞান , প্রচুর ধনধান্য , প্রভূত বলসঞ্চয় , তীব্র ইন্দ্রিয়সুখ বিজাতীয় ভাষায় মহাকৌশল ভেদ করিয়া ক্ষীণ অথচ মর্মভেদী স্বরে পূর্ব দেবদিগের আর্তনাদ কর্ণে প্রবেশ করিতেছে । সম্মুখে বিচিত্র পান , বিচিত্র যান সুসজ্জিত ভােজন , বিচিত্র পরিচ্ছেদে বিদুষী নারীকূল নূতন ভাব , নূতন ভঙ্গী অপূর্ব বাসনার উদয় করিতেছে , আবার মধ্যে মধ্যে সে দৃশ্য অন্তর্হিত হইয়া ব্রত - উপবাস সীতা - সাবিত্রী , তপােবন - জটা বন্ধ , কাষায় কৌপিন , সমাধি আত্মানুসন্ধান উপস্থিত হইতেছে । একদিকে পাশ্চাত্য সমাজের স্বার্থপর স্বাধীনতা , অপরদিকে আর্যসমাজের কঠোর আত্ম বলিদান । এ বিষম সংঘর্ষে সমাজ যে আন্দোলিত হইবে তাহাতে বিচিত্রতা কি ? পাশ্চাত্যে উদ্দেশ্য ব্যক্তিগত স্বাধীনতা , ভাষা অর্থকরী বিদ্যা , উপায় রাষ্ট্রনীতি । ভারতে উদ্দেশ্য মুক্তি , ভাষা বেদ , উপায় - ত্যাগ । বর্তমান ভারত একবার যেন বুঝিতেছে , বৃথা ভবিষ্যৎ আধ্যাত্ম কল্যাণের মােহে পড়িয়া ইহলােকের সর্বনাশ করিতেছে । আবার মন্ত্রবৎ শুনিতেছে । পাশ্চাত্য অনুকরণ মােহ এমনই প্রবল হইতেছে যে , ভালমন্দের জ্ঞান আর বুদ্ধি বিচার শাস্ত্র বা বিবেকের দ্বারা নিস্পন্ন হয় না । 


Model Answer Paper of Practice Set 1

  Group A

1. Report :

 ANTISOCIAL ACTIVITIES IN KALYANI
By A Staff Reporter

Kalyani,August 25: Contrary to the government's oft-repeated claim that the law and order situation in West Bengal is one of the best in the country, mạny areas in the State have become a haven for antisocial elements. They now rule the roost in these areas, playing ducks and drakes with the life, honour and property of the people. They operate with impunity under the patronage and protection of the ruling parties, without caring a fig for the law-enforcing authorities. Kalyani in Nadia district was earlier a calm and quiet middle-class locality. But this once peaceful town is now totally in the grip of antisocial ruffians. They now call the shots in the area and have let loose a reign of terror. These rowdies have been indulging in heinous activities like snatching, looting, dacoity, arson, wagon-breaking, extortion, harassment, intimidation, assault, rape and even murder. Women and girls are afraid of walking on the road after dark- for fear of molestation. Armed hooligans move about freely threatening and intimidating the people. They dare not protest against these criminal activities for fear of reprisal. The antisocial gangs are frequently involved in armed clashes and the silence of the night is shattered by bomb-blasting and firing. Rape and murder have been occurring in the area with sickening regularity. Repeated complaints to the police against these criminals have fallen on deaf ears. The police have failed to take any action against them because rowdies are being patronised and protected by the political parties which use them as musclemen during elections. So the helpless people are now at the mercy of these antisocial elements and their life, honour and property are at stake.

2. Precis :

Title: Inequality of men in society
Democracy presupposes equality of all men. But in fact there prevails wide differences among men in physical, mental and creative powers, in imagination and capacity for public service.  Unequal opportunities in upbringing and education might be responsible for these inequalities. But, even with equal opportunities society would never be composed of people who are equal in all respects.  This is because people are subject to divergent conditions from the time of their birth. 

3. Translation :

A boy was once bathing in a pond. Suddenly he got out of his depth and was about to die. At that time a man chanced to be passing by. When the boy caught sight of him , he shouted at the top of his voice , "Kindly drag me out of the water or I run the risk of being drowned . "But the man began to rebuke him for his carelessness. The boy then said, "You had better drag me first and rebuke me afterwards."


Group B
1. বঙ্গানুবাদ  :

তখন ঘরে ঘরে খাঁচায় পাখি রাখা লােকের সখ হয়ে দাঁড়িয়েছিল । আমি এটাকে ঘৃণা করতাম এবং আমার সবচেয়ে খারাপ লাগতাে কোন বাড়ি থেকে ভেসে আসা খাঁচায় বন্ধ কোকিলের ডাক । বউঠাকুরণ যােগাড় করেছিলেন এক শ্যামা পাখি চিন দেশ থেকে । তার খাঁচার উপর থাকত কাপড়ের ঢাকা । আর তার নিচ থেকে শােনা যেত তার শিসের শব্দ । যেন সুরের ঝর্ণা । আরও অনেক জাতের পখি রাখা ছিল । সেইগুলি পশ্চিমের বারান্দায়  রাখা ছিল  ।

2. প্রতিবেদন :

মশার দাপটে সংকটে শহর   

বিশেষ সংবাদদাতা , কলকাতা , জুলাই ২৬ :  যখন পাড়ায় পাড়ায় অশান্তি ও অসন্তোষ ; আলােচনা ও প্রতি - আলােচনা চলছে ; তখন সমস্ত সংবাদকে অতিক্রম করে মশারা প্রমাণ করল তাদের অস্তিত্ব সবথেকে জোরালাে । মশার তাণ্ডবলীলায় আক্রান্ত গােটা কলকাতা । বিপদাপন্ন শহরের মানুষ বাধ্য হয়ে মিউনিসিপ্যালিটির দ্বারস্থ । হসপিটাল , নার্সিংহােম , ডাক্তারের চেম্বার অসংখ্য রুগির আর্তনাদে ভারাক্রান্ত । শহরের ক্লিনিকগুলােতে ম্যালেরিয়া আক্রান্ত মানুষের সংখ্যাই বেশি । সমীক্ষায় দেখা গেছে এরকম রােগীর ১০০০ জনের মধ্যে ৮১৩ জন মালিগন্যান্ট ম্যালেরিয়ায় আক্রান্ত । ৯ হাজার ৮৮৮ জনের রক্তে পাওয়া গেছে প্লাসমােডিয়াম ভাইভ্যাক্স জীবাণু । এ প্রসঙ্গে স্বাস্থ্য আধিকারিক সংবাদ প্রতিবেদককে জানান যে , শহরের ঘিঞ্জি এলাকায় পুরােনাে বাড়ির চৌবাচ্চাগুলিই এ রােগের জীবাণুর আঁতুরঘর । এ ব্যাপারে কলকাতা পুরসভা যথেষ্ট সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে । মশার লার্ভা জন্মাতে পারে এমন স্থান চিহ্নিত করে মশা মারার ঔষধ স্প্রে করার ব্যাপক ব্যবস্থা হয়েছে । শহরের রক্ত পরীক্ষার কেন্দ্রগুলি ছুটির দিনেও খােলা রাখার ব্যবস্থা করা হচ্ছে । জঞ্জাল ও জমা জল সাফাই জরুরিকালীন ভিত্তিতে চলছে । শহরের ঘরে ঘরে ম্যালেরিয়া ছড়িয়ে পড়ার পাশাপাশি হাসপাতাল চত্বর এবং ইস্টার্ন রেলের স্টাফ কোয়ার্টারে ব্যাপকভাবে ম্যালেরিয়া ছড়াচ্ছে । ওই সব কোয়ার্টারে থাকা ডাক্তার , নার্স , রেলকর্মী এবং অন্যান্য কর্মীদের বেশির ভাগই ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছে । পুরসভা এবং পূর্ত দপ্তর উদ্যোগী হয়ে হাসপাতাল চত্বর এবং রেল কোয়ার্টার সাফাই অভিযানে নেমেছে । শহরে ম্যালেরিয়ার তাণ্ডব বেড়ে চললেও পুরসভার অধিকাংশ ক্লিনিক রবিবার ও অন্যান্য ছুটির দিন বন্ধ থাকছে । ফলে অধিকাংশ সময় বিপদের সম্মুখীন হচ্ছে অতিসাধারণ মানুষজন ।

3. সারাংশ :

শীর্ষনাম : অনুকরণের ক্ষতিগ্রস্ত দিকসমূহ 

বিদেশী জাতি ও সংস্কৃতির সংঘর্ষজনিত দ্বন্দ্বে ভারতে দ্বৈতভাবের সৃষ্টি হচ্ছে । পাশ্চাত্য বিজ্ঞাননির্ভর ভােগবাদী ফলাকাংখা নির্ভর সভ্যতা ভারতীয় আত্মবলিদানের সর্ববিধ তপস্যাকে দ্বৈরথে আহ্বান করেছে । পশ্চিমী সংস্কৃতি , কর্ম অথোপার্জন ও ভােগনির্ভর জীবনযাত্রাকে সভ্যতার অগ্রগতি বলে মনে করে । পক্ষান্তরে প্রাচ্য দেশীয়রা আত্মানুসন্ধানের লক্ষ্যে জাগতিক পার্থিব ঐশ্বর্যসমূহকে অবজ্ঞা করে । এই বৈপরীত্যের দ্বন্দ্বযুদ্ধে মানবচিত্ত আন্দোলিত । সুনির্দিষ্ট পথনির্দেশের অভাববশত বর্তমান ভারতীয় সভ্যতা ভ্রান্তির সাগরে নিমজ্জিত হতে চলেছে । এই পরিস্থিতি যথেষ্ট ভীতিজনক । অন্ধ পাশ্চাত্য অনুকরণমােহ দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে আপন খেয়ালে অগ্রসর হচ্ছে । ফলে ভালমন্দ , পাপপুণ্যের বােধ নিজের চিত্ত ও বিবেকের কাছে পরীক্ষিত সত্যের রূপ অর্জন করতে সমর্থ হয় না ।



For more updates subscribe your Gmail [In Sidebar] and if you have any query or suggestion feel free to contact us. Click here for contact. 

Post a Comment

2 Comments

I hope you liked the Post. Share it with your friends and if you have any suggestion, feel free to enter your comment in the comment box.